৮ জুলাই, ২০১৮ ১৪:২৭

গোল্ডেন বল নিয়ে ভাবছি না: মদ্রিচ

অনলাইন ডেস্ক

গোল্ডেন বল নিয়ে ভাবছি না: মদ্রিচ

সংগৃহীত ছবি

রাশিয়া বিশ্বকাপে দারুণ ছন্দে আছে ক্রেয়েশিয়া। এরইমধ্যে শেষ চারে জায়গা করে নিয়েছে দলটি। গতকাল চরম নাটকীয়তায় ভরপুর ম্যাচে ট্রাইব্রেকার রাশিয়াকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ক্রোয়েশিয়া। এ জয়ের ফলে ১৯৯৮ সালের পর প্রথমবার বিশ্বকাপের সেমিফাইনালে উঠলো দলটি। দলের জয়ের দিনে ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ।

এদিন ম্যাচের শুরু থেকেই চলে পাল্টাপাল্টি আক্রমণ। ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট ১-১ গোলে সমতা থাকার পর অতিরিক্ত ৩০ মিনিটে দু’দল আরও একটি করে গোল উদযাপন করে। ফলে ২-২ ব্যবধানে সমতা থাকার পর ম্যাচটি গড়ায় টাইব্রেকারে।

এমন উত্তেজনায় ভরা ম্যাচে নিজে একটিও গোল দিতে পারেননি মদ্রিচ। তবে ১২০ মিনিট পুরো মাঠ দাপিয়ে বেড়িয়েছেন। আর তার পুরস্কার হিসেবে ম্যাচে দলের জয়ের পাশাপাশি তার হাতে উঠেছে ম্যাচ সেরার পুরস্কার। 

ম্যাচ শেষে গোল্ডেন বল নিয়ে নিয়ে প্রশ্ন করলে মদ্রিচ বলেন, এটা (ম্যাচ) আমাদের জন্য নতুন একটি ঘটনা ছাড়া আর কিছুই নয়। তবে আমি আসলেই এটা (গোল্ডেন বল) নিয়ে ভাবছি না। এখন আমার কাছে শুধুই দলের জয় উদযাপন করাই গুরুত্বপূর্ণ।

বিডি প্রতিদিন/ ৮ জুলাই ২০১৮/ ওয়াসিফ

সর্বশেষ খবর