৯ জুলাই, ২০১৮ ০৯:২২

নেইমারের সেই অভিনয়কে কাজে লাগালো পর্তুগাল সরকার!

অনলাইন ডেস্ক

নেইমারের সেই অভিনয়কে কাজে লাগালো পর্তুগাল সরকার!

রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে ফেভারিট ব্রাজিল। তবে এই বিশ্বকাপে মাঠে ইচ্ছাকৃত 'গড়াগড়ি' করার জন্য সমালোচিত হচ্ছেন দেশটির তারকা ফুটবলার নেইমার। মাঠে নেইমারের এমন কীর্তিকলাপ নিয়ে মজেছে সামাজিক যোগাযোগ মাধ্যম।

কিন্তু নেইমারের সেই অভিনয়কে ইতিবাচকভাবে ব্যবহার করল পর্তুগাল সরকার। জানা গেছে, পর্তুগালের জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট (আইএনইএম) নেইমারের এই বিতর্কিত অভ্যাসকে নিজেদের জনসচেতনতামূলক এক প্রচারণা কাজে ব্যবহার করেছে।

নিজেদের ফেসবুক পেজে নেইমারের মাঠে পড়ে যাওয়ার একটি ছবি পোস্ট করেছে আইএনইএম। সেই ছবির ওপর আইএনইএম লিখেছে, দেশটির জরুরি স্বাস্থ্যসেবা পেতে ১১২ নম্বরে যত ফোন আসে, তার মধ্যে ৭৫.৮ শতাংশই জরুরি নয়। 

অর্থাৎ ফোন কলগুলো এলে প্রাথমিকভাবে যা মনে হয়, অতটা গুরুত্বপূর্ণ নয়। দেশের নাগরিকরা যেন এই কাজ না করেন, তা বোঝাতেই নেইমারের ‘ডাইভ’ দেয়ার ছবিটা কাজে লাগিয়েছে আইএনইএম। 


বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

সর্বশেষ খবর