৯ জুলাই, ২০১৮ ০৯:৪২

উরুগুয়ের কোচের চাকরি নিয়ে শঙ্কা

অনলাইন ডেস্ক

উরুগুয়ের কোচের চাকরি নিয়ে শঙ্কা

সংগৃহীত ছবি

রাশিয়া বিশ্বকাপে দারুণ ছন্দে ছিল উরুগুয়ে। তবে শেষটা খুব একটা ভালো হয়নি দলটির। কোয়ার্টার ফাইনাল ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলে হেরে আসর খেকে বিদায় নেয় অস্কার তাবারেজের শিষ্যরা। এরপর থেকেই প্রশ্ন উঠে কোচের চাকরি নিয়ে। তবে এ নিয়ে চিন্তিত নন তাবারেজ। বোর্ডই এর সিদ্ধান্ত নিবে বলে জানালেন তিনি।

এ ব্যাপারে উরুগুয়ের দীর্ঘদিনের কোচ তাবারেজ বলেন, ‘‌আমাকে আর রাখা হবে কি না, সেটা তো আমার ওপর নির্ভর করে না। উরুগুয়ের ফুটবল যারা চালান, তারাই ঠিক করবেন আমার ভবিষ্যৎ। ওটা আমার হাতে নেই। বিশ্বের কোনো দলের কোনো কোচের হাতেই ওটা থাকে না। এমন উদাহরণ আছে কি, যেখানে ভবিষ্যতে জাতীয় দলের কোচ কে হবে, সেটা ঠিক করেছে কোনো কোচ?‌’‌ 

নিজের ভবিষ্যৎ নিয়ে এর বেশি তিনি আর বলতে রাজি হননি। তিনি বলেন, ‘‌আমি একটা নীতি নিয়ে চলি। যেটুকু আমার বলার, সেটুকুই বলি। এর বেশি কিছু বলা আমার এক্তিয়ারে পড়ে না।’‌ 

উরুগুয়ের হারের জন্য ফুটবলরাদের দোষ দিচ্ছেন না কোচ। তাবারেজ বলেন, ‘‌প্রতিপক্ষের মতো অতটা ভাল আমরা খেলতে পারিনি। প্রথম ২০ মিনিট আমার ছেলেরা প্রচণ্ড ফিজিক্যাল এফোর্ট দিয়েছে। ফ্রান্স তখন খুব চাপে ছিল। কিন্তু তাতে লাভ হয়নি। বিপক্ষের ভুলগুলো কাজে লাগানো যায়নি। পরে ওরা খেলাটা ধরে নেয়। গোলও করে বসে। ছেলেরা আপ্রাণ চেষ্টা করেও শেষ পর্যন্ত পাল্লা দিতে পারেনি। এটুকু বলতে পারি, আমার ফুটবলারদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না। তাই আমি পরাজয়ের দায় ফুটবলারদের ওপর চাপাচ্ছি না। হারের জন্য আমিও হাত ঝেড়ে ফেলতে পারি না।’‌

বিডি প্রতিদিন/ ৯ জুলাই ২০১৮/ ওয়াসিফ

সর্বশেষ খবর