৯ জুলাই, ২০১৮ ১১:০১

'সুইডেনের প্রত্যেকটি খেলোয়াড়কে গোল্ডেন বল দেওয়া উচিত'

অনলাইন ডেস্ক

'সুইডেনের প্রত্যেকটি খেলোয়াড়কে গোল্ডেন বল দেওয়া উচিত'

রাশিয়া বিশ্বকাপের সফরটা দারুণ ছিল সুইডেনের। তবে শনিবার রাতে ইংলিশদের কাছে ২-০ গোলে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়েছে সুইডিসরা। হারলেও দলের অসাধারণ পারফরমেন্সের ভূয়শী প্রশংসা করেছেন সুইডেনের সাবেক তারকা জ্লাটান ইব্রাহিমোভিচ। নিজের টুইটার একাউন্টে ইব্রা লিখেছেন, সুইডেনের প্রতিটি খেলোয়ারের গোলের বল পাওয়া উচিত।

সাবেক অধিনায়ক ইব্রাহিমোভিচ আরও বলেন, ইয়ানে এন্ডারসনের দল দারুণ এক স্মরণীয় টুর্নামেন্ট খেলে বাড়ি ফিরছে। 

তিনি লিখেছেন, ‘এই দলের প্রতিটি খেলোয়াড়ের একটি করে গোল্ডেন বল পাওয়া উচিত। তারা যা করেছে তা সারা জীবন মনে রাখার মত। এজন্য তাদের সবাইকে ধন্যবাদ।’

রাশিয়া বিশ্বকাপ শুরুর আগে সুইডেন এতো ভালো করতে পারবে এটা কারও ধারণা ছিল না। কেননা এ দলটি ইতালিকে টপকিয়ে নামে মাত্র কোয়ালিফাই নিশ্চিত করে বিশ্বকাপে সুযোগ পেয়েছিল। বিশ্বকাপ আসরে এসে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির সঙ্গে তারা হেরে যায়। তারপরও তারা হাল ছাড়েনি। পরে দক্ষিণ কোরিয়া ও সুইজারল্যান্ডকে টপকিয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছিল তারা। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

সর্বশেষ খবর