৯ জুলাই, ২০১৮ ১২:১৪

দারুণ কিছুর অপেক্ষায় ইংলিশ কোচ

অনলাইন ডেস্ক

দারুণ কিছুর অপেক্ষায় ইংলিশ কোচ

সংগৃহীত ছবি

রাশিয়া বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছে ইংল্যান্ড। ধারাবাহিকভাবে পারর্ফম করে চলেছে দলটি। খেলছে প্রত্যাশার চেয়েও ভালো। সেই ধারাবাহিকতায় ট্রফি উচিয়ে ধরা থেকে আর মাত্র দুই ম্যাচ দূরে ইংলিশরা।

থ্রী-লায়ন্সরা নিজেদের ইতিহাসে এখন পর্যন্ত ঐ একবারই শিরোপা জিতেছিল। ৫২ বছর আগে ঘরের মাঠ ওয়েম্বলিতে পশ্চিম জার্মানিকে ৪-২ গোলে হারিয়ে।

এ প্রসঙ্গে ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট বলেন, ‘আমরা ১৯৬৬ বিশ্বকাপ জয়ীদের খুবই নিকটে। আমি তাদের কয়েকজনের সঙ্গে সাক্ষাত করেছি এবং আমরা জানি তারা কত সম্মানের। তবে আধুনিক যুগে এমনটি করতে পারলে আরও দারুণ কিছু হবে। কেননা এখনকার সামাজিক যোগাযোগ মাধ্যম বিশ্বব্যাপী ব্যাপারগুলোকে আরও বড় করে দেয়।’

১১ জুলাই মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড।

বিডি প্রতিদিন/ ৯ জুলাই ২০১৮/ ওয়াসিফ

সর্বশেষ খবর