১০ জুলাই, ২০১৮ ১০:৫৯

ফ্রান্স-বেলজিয়াম ম্যাচে উরুগুইয়ান রেফারি

অনলাইন ডেস্ক

ফ্রান্স-বেলজিয়াম ম্যাচে উরুগুইয়ান রেফারি

রাশিয়া বিশ্বকাপ শেষ পর্যায়ে পৌঁছে গেছে। যোগ্য দল হিসেবে বেলজিয়াম, ফ্রান্স, ক্রোয়েশিয়া ও ইংল্যান্ড শেষ চার নিশ্চিত করেছে। আজ রাতে সেমিফাইনালের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছ ফ্রান্স-বেলজিয়াম। এই ম্যাচে জয়ীরা প্রথম দল হিসেবে রাশিয়া বিশ্বকাপের ফাইনালে পা রাখবে। বাংলাদেশ সময় রাত ১২টায় সেইন্ট পিতাসবুর্গে শুরু হবে ম্যাচটি।

এদিকে, গুরুত্বপূর্ণ এ ম্যাচে মাঠের দায়িত্ব পালন করবেন উরুগুইয়ান আন্দ্রেস চুনহা। বিশ্বকাপের এবারের আসরে গ্রুপ পর্বে দু’টি ম্যাচ পরিচালনার দায়িত্ব পান ৪১ বছর বয়সী চুনহা। এর একটিতে পোনাল্টিতে ২-১ গোলে অস্ট্রেলিয়াকে হারায় ফ্রান্স। ওই ম্যাচে চুনহার মাধ্যমেই বিশ্বকাপে ভিডিও অ্যাসিস্ট্যান্স রেফারি (ভিএআর) প্রযুক্তির সঙ্গে পরিচিত হয় ফুটবল বিশ্ব। এছাড়া গ্রুপ পর্বে ইরান-স্পেন ম্যাচের দায়িত্বও পালন করেন তিনি।

বিডি প্রতিদিন/ ১০ জুলাই ২০১৮/ ওয়াসিফ

সর্বশেষ খবর