১০ জুলাই, ২০১৮ ১৪:৩২

বিশ্বকাপ দলে জায়গা হয়নি, ফুটবল ছেড়ে ক্রিকেটে 'অভিজ্ঞ গোলরক্ষক'

অনলাইন ডেস্ক

বিশ্বকাপ দলে জায়গা হয়নি, ফুটবল ছেড়ে ক্রিকেটে 'অভিজ্ঞ গোলরক্ষক'

ইংল্যান্ডের প্রথম কাতারের গোলরক্ষকদের মধ্যে জো হার্ট একজন। দেশের হয়ে তিনটি বড় টুর্নামেন্টে দলের গোলবার সামলেছেন তিনি। বিশ্বকাপ বাছাইপর্বেও ৯টি ম্যাচে গ্লাভস হাতে পোস্টের নিচে দায়িত্ব পালন করেছেন তিনি। অথচ এই গোলরক্ষককেই কিনা নেওয়া হয়নি বিশ্বকাপের আসরে। আর তাতেই রাগে-অভিমানে ফুটবল থেকে আগ্রহ হারিয়ে ফেললেন তিনি।

বর্তমানে ফুটবল ছেড়ে তিনি যোগ দিয়েছেন ক্রিকেট দলে। ঘরের ক্লাব স্রিওবারির হয়ে ক্রিকেট নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ৩১ বছর বয়সী হার্ট। বার্মিংহাম প্রিমিয়ার ডিভিশন লিগের ম্যাচে নয় নম্বরে ব্যাটিং করতে নামেন। তবে ব্যাটিংটা ভালো হয়নি। মাত্র ছয় রান করেই ফেরেন। পাশাপাশি ফিল্ডিংয়ে নিয়েছেন একটি ক্যাচ। যদিও তার দল ম্যাচ জিতেছে নিয়েছে।

উল্লেখ্য, ইংল্যান্ড ফুটবলের থ্রি লায়ন্সের হয়ে ৭৫টি ম্যাচ খেলেছেন হার্ট। তবুও ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট অভিজ্ঞ এই গোলরক্ষককে বিশ্বকাপে নেননি। তার এবারের পরিকল্পনায় ছিলো তরুণদের বেশি সুযোগ দেওয়া আর এ কারণেই বাদ পড়তে হয়েছে ৩১ বছর বয়সি হার্টকে।

বিডি প্রতিদিন/ ১০ জুলাই ২০১৮/ ওয়াসিফ

সর্বশেষ খবর