১২ জুলাই, ২০১৮ ০১:৫১

অতিরিক্ত সময়ে গড়ালো ইংল্যান্ড-ক্রোয়েশিয়া ম্যাচ

অনলাইন ডেস্ক

অতিরিক্ত সময়ে গড়ালো ইংল্যান্ড-ক্রোয়েশিয়া ম্যাচ

সংগৃহীত ছবি

মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১২টায় রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে একে অন্যের সঙ্গে সম্মুখ লড়াইয়ে নেমেছে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। সেই লড়াইয়ে প্রথমার্ধ শেষে ১-০ গোলে ইংল্যান্ড এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। ১-১ গোলের ড্র নিয়েই নির্ধারিত সময়ের খেলা শেষ হয়। তাই ম্যাচ গড়িয়েছে অতিরিক্ত সময়ে।

ম্যাচের শুরুতেই ক্রোয়েশিয়ার ডি-বক্সের খুব কাছ থেকে ফে-কিকের সুযোগ পায় ইংল্যান্ড। আর সেই ফ্রি-কিক থেকে কোল করেন ইংল্যান্ডের কিয়েরান ট্রিপ্পিয়ার। ম্যাচের ৮ মিনিটের সময় এই গোল করেন তিনি। এরপর গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে ক্রোয়েশিয়া। কিন্তু গোলের দেখা পায়নি লুকা মদ্রিচের দল।

দ্বিতীয়ার্ধে গোলের জন্য আরও মরিয়া হয়ে ওঠে ক্রোয়েশিয়া। একের পর এক গোলের সুযোগ তৈরি করলেও গোল থেকে বঞ্চিত হতে হয় তাদের। অবশেষে ম্যাচের ৬৮ মিনিটে গোলের দেখা পায় ক্রোয়েশিয়া। দলের পক্ষে সেই গোলটি করেন ইভান পেরিসিচ।


বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

সর্বশেষ খবর