১২ জুলাই, ২০১৮ ০৬:৪৩

ফের একবার সেমিতেই শেষ ইংল্যান্ডের বিশ্বকাপ 'স্বপ্ন'

অনলাইন ডেস্ক

ফের একবার সেমিতেই শেষ ইংল্যান্ডের বিশ্বকাপ 'স্বপ্ন'

সংগৃহীত ছবি

২-১ গোলে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠে গেল ক্রোয়েশিয়া। সেই সঙ্গে ৫২ বছর পর আরও একবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরা থেকে গেল ইংল্যান্ডের।

সেমিফাইনালের এই ম্যাচে প্রথমে গোল দিয়েও এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। কিন্তু শেষ পর্যন্ত ইংল্যান্ডকে ২ গোল দিয়ে বিদায় করে দিয়েছে ক্রোয়েশিয়া। যার ফলে গের একবার বিশ্বকাপের আসরে সেমিফাইনালে এসেই শেষ হইয়ে গেল ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের স্বপ্ন।

১৯৬৬ সালে ঘরের মাঠে সেমিফাইনালে পর্তুগালকে ২-১ গোলে হারিয়ে দিয়ে ফাইনালে ওঠে ইংল্যান্ড এবং ফাইনালে পশ্চিম জার্মানিকে ৪-২ গোলে হারিয়ে প্রথম এবং শেষবারের মতো কোনো শিরোপা জয়ের স্বাদ নেয় ইংলিশরা।

এরপর ১৯৯০ বিশ্বকাপের সেমিফাইনালেও উঠেছিল ইংল্যান্ড। কিন্তু সেবার পশ্চিম জার্মানির কাছে হেরে সেমিতেই শেষ হয় বিশ্বকাপ স্বপ্ন। ২৮ বছর পর আবারও বিশ্বকাপের সেমিফাইনাল খেললো ইংল্যান্ড। কিন্তু ক্রোয়েশিয়ার কাছে হেরে দুঃখজনক বিদায় ঘটলো ইংলিশদের।

 

বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

সর্বশেষ খবর