১৩ জুলাই, ২০১৮ ১৫:২৯

বিশ্বকাপের ফাইনালে ১৩তম দেশ ক্রোয়েশিয়া

অনলাইন ডেস্ক

বিশ্বকাপের ফাইনালে ১৩তম দেশ ক্রোয়েশিয়া

রাশিয়া বিশ্বকাপের শুরু থেকে দুর্দান্ত খেলে স্বপ্নের বিশ্বকাপ ফাইনালে উঠেছে ক্রোয়েশিয়া। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম ফাইনালে উঠেছে দলটি। তবে নিজেদের ইতিহাসে প্রথম হলেও বিশ্বকাপ ইতিহাসে ১৩তম দেশ হিসেবে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে লুকা মদ্রিচের দল।

বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত ফাইনাল খেলেছে ১২টি দল। দলগুলো হলো- ব্রাজিল, জার্মানি, আর্জেন্টিনা, উরুগুয়ে, ইতালি, ফ্রান্স, ইংল্যান্ড, স্পেন, নেদারল্যান্ডস, হাঙ্গেরি, চেকোস্লাভিয়া ও সুইডেন।

চারবারের চ্যাম্পিয়ন জার্মানি সর্বোচ্চ আটবার বিশ্বকাপের ফাইনালে খেলে। দ্বিতীয় সর্বোচ্চ সাতবার বিশ্বকাপের ফাইনাল খেলে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। তৃতীয় সর্বোচ্চ ছয়বার বিশ্বকাপের ফাইনাল খেলার স্বাদ নেয় চারবারের চ্যাম্পিয়ন ইতালি। দু’বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ফাইনালে খেলার অভিজ্ঞতা রয়েছে পাঁচবার। একবারের চ্যাম্পিয়ন ফ্রান্সের মত তিনবার ফাইনাল খেলে নেদারল্যান্ডস। দু’বার করে ফাইনাল খেলে হাঙ্গেরি-চেকোস্লাভিয়া। একবার করে ফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে ইংল্যান্ড-স্পেন-সুইডেনের।

বিডি প্রতিদিন/এনায়েত করিম

সর্বশেষ খবর