১৩ জুলাই, ২০১৮ ১৭:৩৩

'যৌন হয়রানি' প্রতিরোধে সেই বিভাগটি মুছে দিল গেটিইমেজেস ডটকম

অনলাইন ডেস্ক

'যৌন হয়রানি' প্রতিরোধে সেই বিভাগটি মুছে দিল গেটিইমেজেস ডটকম

রাশিয়া বিশ্বকাপ সমাপ্তির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। এবারের আসরে এরইমধ্যে ঘটে গেছে নানা অঘটন। যার মধ্যে গ্রুপ পর্বেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মনির বিদায়, আসর থেকে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ব্রাজিল, আজেন্টিনা, স্পেনের ছিটকে যাওয়া কাঁদিয়েছে কোটি ভক্তকে।এছাড়া নব্বই মিনিটের উত্তাপ ছড়িয়ে পড়েছে মাঠের বাইরেও। প্রতিটি ম্যাচেই যেমন দেখা গেছে হাড্ডাহাড্ডি লড়াই, তেমনি বাকযুদ্ধে জড়িয়েছে সমর্থকরাও। তবে এসবের মাঝেই রাশিয়া বিশ্বকাপে বার বার আলোচনায় এসেছে সুন্দরী নারীরা। এ নিয়ে চলেছে নানা গুঞ্জন-বিতর্ক-সমালোচনা। আর তারই জের ধরে এবার বিশ্বকাপের সুন্দরী নারীদের নিয়ে তৈরি বিভাগটি মুছে দিল ছবির জনপ্রিয় ওয়েবসাইট গেটিইমেজেস ডটকম। ফিফার নিষেধাজ্ঞা আসার পর এ উদ্যোগ নিল প্রতিষ্ঠানটি।

ফুটবল বিশ্বকাপের ময়দানে যখন খোলোয়াড়রা লড়াইয়ে ব্যস্ত তখন হাতে পতাকা, ফেস্টুন, প্ল্যাকার্ড ও বিভিন্ন সাজে গ্যালারি রঙিন করেন নারী-পুরুষ নির্বিশেষে হাজার হাজার সমর্থক। প্রিয় দলের মাঠের লড়াইয়ের পাশাপাশি তাদের মধ্যেও দেখা দেয় আবেগ-উন্মাদনা। প্রিয় খেলোয়াড় গোল করলে যেমন উল্লাসে ফেটে পড়েন তারা, অন্যদিকে দলের বিদায়ে দেখা যায় অশ্রুশিক্ত চোখ।

এসবের মাঝেই ক্যামেরা খুঁজে ফেরে সুন্দরী নারীদের। এতে টিভি সেটের বাইরে থাকা দর্শকরা পেয়ে যান যৌন খোরাক। তা প্রতিরোধেই খেলা দেখতে আসা গ্যালারির সুন্দরী রমণীদের টিভিতে দেখাতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ফিফা। মূলত,  বিশ্বকাপের মতো বর্ণিল আয়োজনে যেন যৌন হয়রানির মতো কলঙ্কের দাগ না লাগে, সে লক্ষ্যেই এমন পদক্ষেপ ফুটবলের অভিভাবক সংস্থার।

এরপরই বিশ্বকাপের সুন্দরী নারীদের নিয়ে তৈরি বিভাগটি মুছে দিয়েছে গেটিইমেজেস ডটকম।

বিডি প্রতিদিন/ ১৩ জুলাই ২০১৮/ ওয়াসিফ

সর্বশেষ খবর