১৩ জুলাই, ২০১৮ ১৯:৫৩

ফাইনালে আগে সংকটের মেঘ ক্রোয়েশিয়া শিবিরে

অনলাইন ডেস্ক

ফাইনালে আগে সংকটের মেঘ ক্রোয়েশিয়া শিবিরে

ফাইল ছবি

রবিবার ফ্রান্সের বিরুদ্ধে প্রথমবারের জন্য বিশ্বকাপ ফাইনালে খেলতে নামছে ক্রোয়েশিয়া। তার আগেই সংকটের মেঘ ক্রোট শিবিরে। ঊরুতে চোট পেয়ে ফাইনালে অনিশ্চিত ক্রোয়েশিয়ার অন্যতম সেরা ভরসা ইভান পেরিসিচ। মস্কোর একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে। 

জানা গেছে, খুব বড় কিছু না ঘটে গেলে ফাইনালে পেরিসিচের খেলার আশা নেই। চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছেন পেরিসিচ। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে গোলও করেছেন। পাশাপাশি প্লে-মেকারের ভূমিকা নিচ্ছেন। 

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের নজরে রয়েছেন এই উইঙ্গার। যদিও ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ বলেছেন, ‘‌এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাই না। চিকিৎসকের রিপোর্ট দেখে তবেই সিদ্ধান্ত নেবো। তবে পেরিসিচ যদি খেলতে না পারে, তাহলে সেটা সত্যিই আমাদের দলের পক্ষে একটা বড় ধাক্কা। আমাদের দল ওর ওপরে অনেকটাই নির্ভর করে। তবে ও না খেললে দলের ভারসাম্য ধূলিস্যাৎ হয়ে যাবে এমনটা ভাবার কোনও কারণ নেই। তরুণ বিকল্প এবং প্ল্যান বি, দুটোই তৈরি আছে।’‌ 

এদিকে ফাইনালে খেলার ব্যাপারে আশাবাদী পেরিসিচ। তার কাছে এটা বদলার লড়াই। তিনি বলেন, ‘‌ফ্রান্স ১৯৯৮ সালে আমাদের সেমিফাইনালে হারিয়েছিল। এবার ফলটা পাল্টে দিতে চাই।’‌


বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

সর্বশেষ খবর