১৪ জুলাই, ২০১৮ ১৩:০৪

'নেইমার দর্শকদের হাসাতে পেরেছে'

অনলাইন ডেস্ক

'নেইমার দর্শকদের হাসাতে পেরেছে'

রাশিয়ার বিশ্বকাপের ফাইনাল মঞ্চ প্রস্তুত। এরইমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে আসরের অন্যতম ফেভারিট ফ্রান্স ও দুর্দান্ত ফর্মে থাকা ক্রোয়েশিয়া। তবে এখনও থামেনি নেইমারের সেই 'অভিনয়' ইস্যু।

ফর্মের চেয়ে মাঠের কান্ডেই বেশি সমালোচিত হয়েছেন নেইমার। সেই সমালোচনায় ফুটবলার থেকে শুরু করে একাধিক কর্মকর্তারাও যোগ দিয়েছিলেন। এবার সেই তালিকায় নাম লেখালেন মার্কো ভ্যান বাস্তেন।

হল্যান্ডের কিংবদন্তি ফুটবলার বর্তমানে ফিফার ডেভেলপমেন্ট বিষয়ক শীর্ষ কর্তা। বৃহস্পতিবারেই ফিফার টেকনিকাল স্টাডি গ্রুপের (টিএসজি) সংবাদ সম্মেলন ছিল। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে দেশ-বিদেশের আগত সাংবাদিকদের সামনে তিনি দিলেন, ‘‘নেইমারের দৃষ্টিভঙ্গী মোটেই খেলোয়াড়সুলভ নয়। ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখানোর পাশাপাশি নিজের সেরাটা দেওয়া উচিত। বেশি নাটুকেপনা করলে শেষ পর্যন্ত বিপদে নিজেকেই পড়তে হবে।’’

এখানেই না থেমে যাননি কিংবদন্তি ডাচ স্ট্রাইকার। নেইমারকে কটাক্ষ করে ১৯৮৮ সালের ইউরোজয়ী তারকা বলেছেন, ‘‘খেলায় হাস্যরস থাকা ভাল। সবথেকে ভাল বিষয় হল, সে দর্শকদের হাসাতে পেরেছে।’’

বিডি প্রতিদিন/ ১৪ জুলাই ২০১৮/ ওয়াসিফ

সর্বশেষ খবর