১৪ জুলাই, ২০১৮ ২০:৩২

রোনালদো না জিদান, কার সঙ্গে উচ্চারিত হবে এমবাপ্পের নাম?

অনলাইন ডেস্ক

রোনালদো না জিদান, কার সঙ্গে উচ্চারিত হবে এমবাপ্পের নাম?

১৩ বছর আগে তিনি বলেছিলেন,‘‌একদিন আমি ফ্রান্সের হয়ে বিশ্বকাপে খেলব। এবং দলকে চ্যাম্পিয়ন করব।’‌ কিলিয়ান এমবাপ্পের বয়স তখন মাত্র ৬ বছর। ২০১৮ সালে ফ্রান্সের হয়ে রাশিয়া বিশ্বকাপ দলে এমবাপে যে শুধু খেলছেন, তাই নয়, বলা ভাল দাপিয়ে বেড়াচ্ছেণ। সোনার বলের অন্যতম দাবিদার তিনি। এবার তার সামনে দলকে চ্যাম্পিয়ন করার চ্যালেঞ্জ।

ক্রিশ্চিয়ানো রোনালদো ও জিনেদিন জিদানের ভক্ত এমবাপ্পে। চলতি বিশ্বকাপ থেকে ছিটকে গেছে রোনাল্ডোর পর্তুগাল। পরের বিশ্বকাপে তিনি খেলবেন কি না, সেটা ধোঁয়াশা। অন্যদিকে বিশ্বকাপ জয়ের নজির রয়েছে জিদানের। তার আদর্শদের মধ্যে কার সঙ্গে এক নিঃশ্বাসে নাম উচ্চারিত হবে এমবাপের, রোনালদো না জিদান?‌ সেই উত্তর পেতে অপেক্ষা করতে হবে রবিবারের ফাইনাল পর্যন্ত।

কিলিয়ান এমবাপ্পের স্বপ্নের উত্থান নজর কেড়েছে অনেকেরই। স্বয়ং দিয়াগো ম্যারাডোনা এই বিস্ময় কিশোর সম্পর্কে বলেছেন, ‌‘‌এমবাপ্পে বিশ্ব ফুটবলে এক বিপ্লবের নাম।’‌ আর্সেনালের সাবেক কোচ আর্সেন ওয়েঙ্গারের মতে এমবাপ্পে ‘‌নতুন পেলে’‌। নিজের সুনামের প্রতি কি রবিবার ফাইনালে সুবিচার করতে পারবেন এমবাপে?‌ সকলের নজর সেদিকেই। 

তবে সাবেক ছাত্র সম্পর্কে দারুণ আশাবাদী এমবাপ্পের ছোটবেলার কোচ আন্তোনিও রিকার্ডি। তিনি বলেছেন,‘‌ছোটবেলা থেকেই এমবাপ্পে দারুণ দৃঢ়প্রতিজ্ঞ। যখন ও প্রথমবার বিশ্বকাপ জেতার স্বপ্নের কথা বলেছিল, তখন ওর বয়স মাত্র ছ’‌বছর। আমি ওর কথা শুনে হেসেছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে কোনও কিছুই অসম্ভব নয়। কারণ বয়স কম হলেও এমবাপ্পে একজন পরিণত মানুষের মতোই মাথা ঠান্ডা রাখতে পারে।’‌ 

এমবাপ্পের পরিণত মস্তিষ্কের ভূয়সী প্রশংসা করেছেন ওয়েঙ্গারও। তিনি বলেন, ‌‘‌ওর সঙ্গে কথা বললে মনেই হয় না যে এক কিশোরের সঙ্গে কথা বলছি যার বয়স মাত্র ১৯ বছর। ওর মধ্যে অমিত সম্ভাবনা রয়েছে। ও বহুদূরে যাবে।’‌ 


  

বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

সর্বশেষ খবর