১৫ জুলাই, ২০১৮ ১০:০০

বিশ্বকাপে একাদশে কাদের নিয়ে আপত্তি ছিল মেসির ?

অনলাইন ডেস্ক

বিশ্বকাপে একাদশে কাদের নিয়ে আপত্তি ছিল মেসির ?

ফাইল ছবি

আশানুরূপ ভালো খেলতে না পেরে রাশিয়া বিশ্বকাপ থেকে ছিটকে গেছে আর্জেন্টিনা। এবারও অধরা থেকে গিয়েছে লিওনেল মেসির বিশ্বজয়ের স্বপ্ন। অনেকেই মনে করেন মেসির সঙ্গে কোচ সাম্পাওলির শীতল সম্পর্কই এই খারাপ ফলের কারণ। এই বাদানুবাদের মধ্যেই সামনে এল নতুন এক তথ্য। 

সূত্রের খবর,ম্যাচের আগে দল নির্বাচনের বিষয়ে নাকি জর্জ সাম্পাওলির ওপরে চাপ তৈরি করতেন মেসি। যা নিয়ে খোদ সাম্পাওলি রীতিমতো অসন্তুষ্ট ছিলেন। পাশাপাশি সাম্পাওলি নাকি তার ঘনিষ্ঠদের কাছে অভিযোগ করেছিলেন, দেশের হয়ে নিজের সেরাটা দেন না মেসি। ম্যাচ ও অনুশীলনে গা ছাড়া মনোভাব দেখান। 

আরও জানা গেছে, কোনও একটি ম্যাচের আগে নাকি তার অপছন্দের দুই ফুটবলারকে বাদ দেওয়ার জন্য চাপ দিয়েছিলেন মেসি। সেই দুই ফুটবলার হলেন ফেদেরিকো ফাজিও এবং জিওভান্নি লে সেলপো। 


বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

সর্বশেষ খবর