১৫ জুলাই, ২০১৮ ১৫:৪৪

'ফাইনাল ম্যাচে আবেগকে জায়গা দেওয়া যাবে না'

অনলাইন ডেস্ক

'ফাইনাল ম্যাচে আবেগকে জায়গা দেওয়া যাবে না'

রাশিয়া বিশ্বকাপের ফাইনালে আজ রাতে মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ক্রোয়েশিয়া ও ফ্রান্স। আজকের ম্যাচ শেষে প্রথমবারের মতো ফাইনাল খেলা ক্রোয়েশিয়া গড়তে পারে ইতিহাস বা ফ্রান্সের ঘরে দ্বিতীয়বারে মতো যেতে পারে এই বিশ্বকাপ শিরোপা। যেকোনো কিছুই হতে পারে। স্বপ্নের এই ম্যাচ নিয়ে আবেগের ঘনঘটা দুই দলেরই ডাগআউটেই। রাশিয়া বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায় লুঝনিকি স্টেডিয়ামে।

তবে ফাইনাল ম্যারে আবেগে ভেসে যেতে চান না ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচ। তিনি মনে করেন, ফাইনাল ম্যাচে আবেগকে জায়গা দেওয়া যাবে না। আবেগ দূরে রেখে পেশাদারিত্বের সঙ্গে খেলতে হবে, তবেই সফলতা পাওয়া যাবে।

৩৩ বছর বয়সী মদ্রিচ বলেন, ফাইনালে আমাদের অবশ্যই আবেগ বাইরে রেখে মাঠে নামতে হবে এবং সবকিছু দিয়ে ম্যাচটা নিজেদের করে নিতে হবে।

বিডি প্রতিদিন/ ১৫ জুলাই ২০১৮/ ওয়াসিফ

সর্বশেষ খবর