১৫ জুলাই, ২০১৮ ১৬:২৬

রুশ বিপ্লবের দেশে, ফরাসি বিপ্লবের স্বপ্নে মজেছে দেশমের ছেলেরা

অনলাইন ডেস্ক

রুশ বিপ্লবের দেশে, ফরাসি বিপ্লবের স্বপ্নে মজেছে দেশমের ছেলেরা

বিশ্বকাপের শুরু থেকেই ব্যালান্সড দলের তকমা তাদের গায়ে থাকলেও, ফেবারিটের তকমাটা শুরুতে ফ্রান্সের গায়ে লাগাননি ফুটবল বোদ্ধারা।

তবে টুর্নামেন্ট যত গড়িয়েছে ঠিক ততটাই ফরাসিদের আগ্রসনের ছবিটা পরিষ্কার হয়েছে ম্যাচের পারফরম্যান্সের নিরিখে। জিদানদের বাস্তবায়িত করা স্বপ্ন ২০ বছর বাদে ফের সফল করার পথে-র শেষ ল্যাপে গ্রিজম্যান-লরিসরা।

তবে কেমন ছিল ফ্রান্সের রোড টু ফাইনাল যাত্রাপথ মনে আছে, রাশিয়ায় প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারায় ফ্রান্স। দ্বিতীয় ম্যােচ পেরুর বিরুদ্ধে ১-০ গোলে জয়। গ্রুপের শেষ খেলায় ডেনমার্কের সঙ্গে গোলশূন্য ড্র। প্রি-কোয়ার্টারে আর্জেন্টিনার বিরুদ্ধে ফ্রান্স জেতে ৪-৩ গোলে। 

কোয়ার্টার ফাইনালে উরুগুয়েকে ২ গোলে হারান এমবাপ্পেরা। সেমিফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে উমতিতির একমাত্র গোলে জয়।

ছয় ম্যাচে ফ্রান্স গোল করেছে ১০টি। ফ্রান্সের জালে বল ঢুকেছে ৪ বার। দিদিয়ের দেশম টিমের এমবাপ্পে ও গ্রিজম্যান ৩টি করে গোল করেছেন।

রুশ বিপ্লবের দেশে ফরাসি বিপ্লবের স্বপ্ন দেখছেন লেস ব্লুজ ফ্যানরা। এবার রবিবাসরীয় মস্কোতে বাঁশি বাজার অপেক্ষা।

বিডি প্রতিদিন/১৫ জুলাই ২০১৮/আরাফাত

সর্বশেষ খবর