প্রিন্ট ভার্সন
তিড়িং বিড়িং ফড়িং তিড়িং বিড়িং ফড়িং

তখন খুব ভোর বেলা। চারিদিক কেবল আলোকিত হচ্ছে। মিষ্টি একটা মেয়ে নাম তার গ্লোরিয়া, সে এ সময় গেল বাগানে ফুল তুলতে। বাগানটা ভর্তি হয়ে আছে নানান রঙের ফুলে। লাল, সবুজ, হলুদ, আসমানি, কমলা, নীল আরও কত যে রঙের ফুল ফুটে আছে বাগানটায় তা বলে বুঝানো যাবে না। আর এত এত ফুলের সুবাসে ভরে আছে পুরো ফুলের রাজ্যটা। মনের সুখে গ্লোরিয়া গান গাইছে- ‘মনে যত রঙের বাহার ছড়িয়ে আছে হেথা, এমন…